চৌগাছায় সরকারি খাদ্য সামগ্রী পাচ্ছে এক হাজার পরিবার

0
377

বিশেষ প্রতিনিধি : সারাদেশের সাথে যশোরের চৌগাছাতেও অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সরকারিভাবে খাদ্য সামগ্রী বিতরন শুরু হয়েছে। করোনা প্রতিরোধে,সামাজিক দূরত্ব বজায় রাখতে যে সকল অসহায় ও দুস্থ্য পরিবার হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের যেনো কোনো কষ্ট না হয় সেকারনেই সরকারের এই মহতি উদ্যেগ। সরকারের এ বিশেষ বরাদ্দে এবার উপজেলাতে মোট এক হাজার দুস্থ্য পরিবার এ সাহায্য পাবেন। প্রতিটি ইউনিয়নরে চেয়ারম্যান মেম্বরদের প্রস্তুতকৃত দৃস্থ্য অসহায় মানুষদের মাঝে সরকারি কর্মকর্তা বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতেই এসকল খাদ্য সামগ্রী তুলে দেওয়া হবে। বিশেষ বরাদ্দের আওয়তায় উপজেলার ১১ টি ইউনিয়ন ও চৌগাছা পৌরসভার মোট ১০০০ টি পরিবারের প্রতিটিকে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও ১ টি করে লাইফবয় সাবান দেয়া হবে বলে জানিয়েছেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।

এক হাজার পরিবারের মধ্যে শনিবারেই সুখপুকুরিয়া, ধুলিয়ানি, পাতিবিলা, পাশাপোল ও স্বারুপদাহ এই ৫ ইউনিয়নের ৪০০টি দুস্থ্য পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি বলেন দুঃস্থ, অসহায় ও দিনমজুর পরিবারের মাঝে সরকারি এসব সামগ্রী বিতরণ করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার কোন নাগরিকই খাবারের কষ্ট পাবেন না ইনশাআলাহ জানালেন ইউএনও জাহিদুল ইসলাম।

এসব সামগ্রী বিতরণকালে ওই সকল ইউনিয়নের চেয়ারম্যান মেম্বরগন উপস্থিত ছিলেন।