চৌগাছা উপজেলা স্কাউটের নতুন কমিশনার মহিদুল-সম্পাদক রবিউল

0
68

চৌগাছা (যশোর) প্রতিনিধি

বাংলাদেশ স্কাউট যশোরের চৌগাছা উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয়েছে। এতে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম কমিশনার এবং চৌগাছা সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৭ আগস্ট) চৌগাছা উপজেলা পরিষদ সভা কক্ষে দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতায় ৩৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠিত হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট চৌগাছা উপজেলা শাখার সভাপতি ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রথম অধিবেশনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যশোর জেলা স্কাউটের কমিশনার আব্দুর রহমান খান, সহকারি পরিচালক জামাল উদ্দিন, চৌগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রিন্টু বক্তব্য রাখেন।
পরে দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি গঠিত হয়। এতে অন্যান্য সকল পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করায় কন্ঠ ভোটের মাধ্যমে রবিউল ইসলাম নির্বাচিত হন।
নতুন কমিটিতে নির্বাচিতরা হলেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানা, সহ-সভাপতি যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মোঃ রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাসিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুর ইসলাম, কমিশনার চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহিদুল ইসলাম, সম্পাদক সরকারি শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী আল মাসুদ, কোষাধ্যক্ষ শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অভিজিৎ কুমার রায়, গ্রুপ কমিটির সভাপতি মুক্তিনগর শহীদ স্মরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, নারায়নপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ঝিনাইকুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, কংশারিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর জাহান খাতুন, অডিটর গরীবপুর আদর্শ বিদ্যাপীঠের সহকারী শিক্ষক ময়নুর রহমান, জিওয়লগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুন নাহার, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ খান, আন্দারকোটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আয়ুব হোসেন, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক তরিকুল ইসলাম।