ছাত্রলীগ নিয়ে আপত্তিকর স্ট্যাটাস; ছাত্রী বহিষ্কার, মামলা

0
472

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কৃত ওই ছাত্রীর নাম মৌসুমী মৌ। সে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।
সোমবার বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের লিখিত আবেদনের প্রেক্ষিতে ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে তার বিরুদ্ধে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ। এদিকে ছাত্রলীগকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় ওই ছাত্রীর বিরুদ্ধে মানহানি ও আইসিটি আইনে পৃথক পৃথব ভাবে দুটি মামলা করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগ ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত রবিবার ৫ আগস্ট বশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী মৌসুমী আক্তার (মৌসুমী মৌ) তার ফেসবুক ওয়ালে বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস দেয়। এই আপত্তিকর স্ট্যাটাসের প্রতিবাদে ওই ছাত্রীর বহিষ্কার চেয়ে উপাচার্য বরাবর লিখিত আবেদন করে ছাত্রলীগ। আবেদনের প্রেক্ষিতে ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে বিষয়টি অনুসন্ধানের জন্য ছাত্র উপদেষ্টাকে আহ্বায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ও সহকারী অধ্যাপক এস এম আব্দুর রহিম।
সোমবার রেজিষ্ট্রার (ভারপ্রাপ্তা) এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক বার্তায় উল্লেখ্য করা হয়, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী মৌসুমী মৌ তার ফেসবুক আইডিতে বাংলাদেশ ছাত্রলীগ সম্পর্কে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ায় ছাত্রলীগ তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এই স্ট্যাটাস বাংলাদেশ ছাত্রলীগকে কেবল অসম্মানিত করেনি বরং বঙ্গবন্ধুর আদর্শে আনুসারী সকলকে আহত করেছে। বিষয়টি নিয়ে নিউজিল্যান্ডে অবস্থিত উপাচার্যেও সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে মৌসুমী মৌকে সাময়িক ভাবে বহিষ্কার করা হয়েছে। এবং কেন তাকে চূড়ান্ত ভাবে বহিষ্কার করা হবে না ৭ কার্যদিবসের মধ্যে তার কারণ দর্শাতে বলা হয়েছে।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে ওই ছাত্রীর বিরুদ্ধে মানহানি এবং আইসিটি আইনে পৃথক পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সভাপতি শাহিনুর রহমান শাহিন। তিনি বলেন, আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা বিশ্ববিদ্যালয় থেকে ওই ছাত্রীর স্থায়ী বহিষ্কার চাই।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে মামলার জন্য আবেদন করা হয়েছে। আমরা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। অনুমোদন আসলে আমরা আমাদের কার্যক্রম শুরু করে দিব।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ছাত্রলীগের আবেদনের প্রেক্ষিতে ওই ছাত্রীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এইক সাথে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
অভিযুক্ত মৌসুমী মৌ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ব্যবহারিত সেলফোনটি বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here