জন্মশতবর্ষ উপলক্ষে যশোর শহরের ৫ শতাধীক রিক্সা চালক, ট্রাফিক পুলিশ, ভিক্ষুখ ও পথচারীদের বিনা মুল্যে মাক্স বিতারন

0
463

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে যশোর শহরের ৫ শতাধীক রিক্সা চালক, ট্রাফিক পুলিশ, ভিক্ষুক ও পথচারিদের বিনা মুল্যে মাক্স বিতারন করে সাড়া ফেলেছে জিরো টিম। মঙ্গলবার যশোর শহরের প্রায় সবকটি সড়ক গুরে ঘুরে তারা রিক্সা চালকদের মুখে মাক্স পরিয়ে দিয়েছে।
রিক্সা চালক শহিদ আহমেদ বলেন, “আমি মাক্স কিনতে গিয়েছিলম, কিন্তু এক একটা মাক্স ১০০ টার উপরে বিক্রী হচ্ছে। রিক্সা চালিয়ে তেল নুন কিনতে পারি না ১০০-২০০ টাকা দিয়ে মাক্স কেমনে কিমনবো”। তিনি বলেন আমরা তোমাদের জন্য দোয়া করবো, তোমরা ভালো থাকো। এমন কখা প্রায় সব রিক্সা চালকদের মুখে মুখে।
মাক্স বিতারনের নেতৃত্ব দেন জিরো টিমের প্রতিষ্ঠাতা সদস্য রাশীদ মুস্তাফা তিতুমীর, কেন্দ্রীয় কমিটির কোষাধাক্ষ তাইজুল ইসলাম তাজ, নন্দন যশোরের সাধারন সম্পাদক ডি এইচ দিলসান, জিরো টিমের কেন্দ্রীয় কমিটির সদস্য মিঠু, জেলা শাখার সভাপতি আল-আমিন, সহ সভাপতি মোস্তফার বখতিয়ার, ঝিকরগাছা শাখার সাধারন সম্পাদক জাহিদ হাসান, রনজু, আশিক, লাবিদ, ইমরানসহ আরো অনেকে।