জন দূর্ভোগ কমাতে ও যানমুক্ত করতে যশোর শহরে ইজিবাইক অটোবাইক চলাচলে হঠাৎ নিষেধাজ্ঞা জারী ঃজনগণ চরম দূভোঁগে

0
306

এম আর রকি : জেলা প্রশাসক ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে যশোর শহর এলাকায় সকল ব্যাটারী চালিত ইজিবাই,অটোবাইক চলাচল নিষিদ্ধ করা হয়েছে। জনদূর্ভোগ লাঘব,শহর এলাকা যানজট মুক্ত ও ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন কল্পে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছেন। হঠাৎ করে নিষেধাজ্ঞা জনমনে চরম দূর্ভোঘ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার মাইকিং করে এই নির্দেশের পাশাপাশি আরো বলা হয়েছে পরবর্তী নিদের্শ দেওয়া না পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। হঠাৎ করে শুক্রবার সকাল থেকে শহর এলাকায় ইজিবাইক ও অটো রিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারী করায় দূরদূরান্ত থেকে আগত লোকজন পড়েন দারুণ সমস্যায়। তারা চড়া মূল্যে পা চালিত রিকশায় না উঠে পায়ে হেঁটে মাইলের পর মাইল পার করেছেন। এদিকে,ইজিবাইক ও অটো রিকশার উপর নিষেধাজ্ঞা জারী করায় সিএনজি ,থ্রী হুইলার শহরে গনপরিবহনে নেমে পড়েন। থ্রী হুইলার,সিএনজি’র মাধ্যমে জন সাধারণ কিছুটা স্বস্তি পান।
নাম প্রকাশ না করার শর্তে যশোর ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশের এক কর্মকর্তা জানান,যশোর শহর এলাকায় ব্যাটারী চালিত ইজিবাইক ও অটো রিকশায় ভরে গেছে। ইজিবাইক ও অটো রিকশার কারণে প্রায় সময় শহরের বিভিন্ন পয়েন্টে যানজট ভয়াবহ আকার ধারণ করেন। তাছাড়া,ছোট্ট শহরে সরকারী কর্তৃক সম্পূর্ণ অবৈধ যে পরিমান ইজিবাইক ও অটো রিকশা চলাচল করছে তাকে প্রতিনিয়ত নগর বাসী নাভিশ্বাস হয়ে উঠছে। দূর্ঘটনার শিকার হয়ে অনেকে হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি হচ্ছে। প্রাথমিক চিকিৎসা নিচ্ছে অনেকে। নিয়ন্ত্রনহীন ব্যাটারী চালিত ইজিবাইক ও অটো রিকশার ফলে যশোর শহরে ট্রাফিক ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া,এলোমেলোভাবে শহরের বিভিন্ন রুটে চলাচল ও অবস্থান করায় জন দূর্ভোগ লেগেই থাকে। শহরের বিভিন্ন পয়েন্টে পথচারী,বাইসাইকেল, মোটর সাইকেল, রিকশা,প্রাইভেট কার,জীপগাড়ীসহ ছোটখাটো যানবাহনের উপর নিয়ন্ত্রহীন ইজিবাইক ও অটো বাইক আছড়ে পড়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে বিভিন্ন বয়সের নারী পুরুষ ও স্কুল কলেজ গামী শিক্ষার্থীরা। সার্বিক দিক লক্ষ্য রেখে গত বৃহস্পতিবার ৫ জুলাই জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে মাইকিং করে শহর এলাকায় ইজিবাইক ও অটো বাইক চলাচলে নিধেষাজ্ঞা জারি করে। শহর এলাকায় ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা জারী করায় হঠাৎ করে জনসাধারণ প্রতিনিয়ত চলাচলে একটি বাধার মুখে পড়ে। শুক্রবার সকাল থেকে সারাদিন শহর এলাকায় জন সাধারণ অতি প্রয়োজন ছাড়া চড়া মূল্যে পা চালিত রিকশা ও ভ্যানে উঠেনি। অপরদিকে, ইজিবাইক মালিক ও চালকেরা জানিয়েছেন,যশোর পৌরসভায় চলাচলের জন্য তারা ইজিবাইক প্রতি ৮/৯ হাজার টাকা দিয়ে টোকেন নিয়েছে। জেলা প্রশাসন ইজিবাইক বন্ধে পৌরসভার সাথে আলোচনা ছাড়াই বন্ধ করায় ইজিবাইক মালিক ও শ্রমিকেরা চরম দূর্ভোগে পড়ে। তারা এই অবস্থা থেকে মুক্তি পেতে জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের কাছে দ্রুত সমাধান চেয়েছে। ইজিবাইক চলাচলরত যাত্রী সাধারনেরা জানিয়েছেন,ইজিবাইকের মাধ্যমে তারা স্বল্পে খরচে তাদের গন্তব্যে যেতে পারছে। এই ব্যবস্থা যাতে থাকে তার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি কামনা করেছেন।তবে জনসাধারণ এই অবস্থা থেকে মুক্তি পেতে শহর এলাকায় ইজিবাইকের ভাড়ার ন্যায় বৈধ যানবাহন চলাচল দাবী করেছেন।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here