‘জাতিসংঘে বাংলা চাই’ শিরোনামে যশোরে অনলাইন আবেদনের উদ্বোধন মঙ্গলবার

0
437

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম (Jagonews24.com) ‘জাতিসংঘে বাংলা চাই’ শিরোনামে অনলাইন আবেদন কর্মসূচি শুরু করেছে। গত ০১ ফেব্রুয়ারি ঢাকায় উদ্বোধনের পর মাসজুড়ে সারাদেশে এ কর্মসূচি পালিত হচ্ছে।

দেশের জনপ্রিয় নিউজ পোর্টালটি ভাষা আন্দোলনের এ দাবির পক্ষে অনলাইনে আবেদন সংগ্রহ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জাতিসংঘের কাছে পাঠাবে। ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম স্ল্যাশ মেক বাংলা অফিসিয়াল (www.jagonews24.com/MakeBanglaOfficial) ওয়েবপেজে প্রবেশ করে যে কেউ এ দাবির পক্ষে সম্মতি জানাতে পারবেন।

আগামীকাল মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি যশোরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জনাব মাজেদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করবেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাংবাদিক, সুধীজনদের অংশগ্রহণের জন্য বিন আমন্ত্রন জানাচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here