জাতীয় খো খোতে নারী পুরুষ উভয়ে চ্যাম্পিয়ন আনসার, রানার্স আপ স্বাগতিক যশোর

0
99

ডি এইচ দিলসান : জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপে নারী এবং পুরষ উভয় গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার টিম। শুক্রবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে বাংলাদেশ আনসার নারী দল স্বাগতিক যশোরের নারী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ গ্রহন করে। এর আগে সেমিফাইনাল থেকে বিদায় নেয় যশোরের পুরুষ দল। পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচেও বান্দরবন জেলাকে ১২-১১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জয় তুলে নেয় বাংলাদেশ আনসার ও ভিডিপি।
তিনদিন ব্যাপী জাতীয় খো খো চ্যাম্পিয়নশীপের ৭তম আসরের শিরোপা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। অনুষ্ঠানে যশোর জেলা ক্রীড়া সংস্থার খো খো পরিষদের সভাপতি খায়রুল কবির চঞ্চালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাবুল,, যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, ক্রীড়া সংগঠক নিবাস হালদারের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন খো খো পরিষদের সম্পাদক সোহেল আল মামুন নিশাদসহ আরো অনেকে।