জামিনে বেরিয়ে আবার প্রতারনা শুরু করেছে সেই ভুয়া এএসপি রাকেশ

0
375

নিজস্ব প্রতিবেদক : জামিনে বেরিয় আবার প্রতারনা শুরু করেছে সেই ভুয়া এএসপি রাকেশ। গতকাল তার বিরুদ্ধে কোতয়ালী থানায় ইজিবাইক প্রতারনা করার অভিযোগে মামলা হয়েছে। পুলিশ বলছে দ্রুত তাকে আট করা সম্ভব হবে।
যশোর শহরের খড়কী এলাকার বাসিন্দা দ্ররিদ্র পলাশ আলি খান কোতয়ালি থানায় অবিযোগ করেন, যে গত সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে রাকেশ নিজেকে ্এসপি পরিচয় দিয়ে তাকে জানায় , গাড়ি নষ্ট হয়ে গেছে দ্রুত তাকে ক্যান্টমেন্টে এলাকায় একটি সরকারি কাজে যেতে হবে। তাই সে ইজি বাইকে উঠেছে। এ সময় তার সাথে আরো এক জন প্রথারক ছিলো। সে অফিসিয়াল ফাইল আনতে যাবার কথা বলে মাঝ পথেইজি বাইক থেকে নেে যায়। এর পর প্রতারক রাকেশ ইজি বাইক চালক পলাশকে বলে তুম যেয়ে তাকে ডেকে আনো । সরল বিশ্বাসে সে গাড়িতে রাকেশ কেসিয়ে রেখে রাকেশের সঙ্গীকে ডাকতে যায়। এরপর ফিরে এসে দেখে যে তার ইজি বাইকটি নিয়ে রাকেশ পালিয়েছে। ওে এই ইজিবাইক চালক ওই এলাকার একটি বাড়ি থেকে সিসি ক্যামেরার ফুটেজসহ কোতয়ালী থানায় অভিযোগ করেন। পুলিশ অভিযোগটি গ্রহন কওে ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা করছে বলে সেকেন্ড অফিসার এসআই আসিরুজ্জ¥ান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here