জিয়া অরফানেজ মামলাকে ঘিরে যশোরে ব্যাপক পুলিশ মোতায়েন নাশকতার অভিযোগে গ্রেফতার-১০

0
458

বিশেষ প্রতিনিধি : বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকাল থেকে যশোরের সব ক’টি রোডে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। জিয়া অর ফানেজ ট্রাষ্ট মামলাকে কেন্দ্র গত বুধবার রাত থেকে যশোরের বিভিন্ন রুটে পুলিশ মোতায়েন ছিল। নাশকতা এড়াতে পুলিশ মোতায়েন করার পাশাপাশি বৃহস্পতিবার দুপুরে যশোরে বিজিবি’ ৪টি পিকআপে টহল শুরু হয়। দুপুর আড়াইটার পর বিজিবি’র ৪ পিকআপে কর্মকর্তা ও সদস্যরা যশোর কালেক্টরেট চত্বরে আসেন। সেখান থেকে একজন নিবার্হী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি’র টহল দলটি সর্তক শব্দ করে পুলিশ সুপার কার্যালয়ের সামনে দিয়ে যশোরের বিভিন্ন সড়কে টহল দিতে শুরু করে। যশোরে বিজিবির কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক সাংবাদিকদের জানান,৩ প্লাটুন বিজিবি জেলা প্রশাসনের সাথে টহল দিচ্ছে।এছাড়া, পুলিশ সুপার আনিসুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার,সহকারী পুলিশ সুপারসহ কোতয়ালি পুলিশের অফিসার ইনচার্জসহ পুলিশের বেশ কয়েকটি দল শহরের প্রধান সড়ক দিয়ে শহরের বিভিন্ন সড়কে টহল দেয়। অপর দিকে, যশোর মাগুরা সড়কের কিসমত নওয়াপাড়া রজনী গন্ধ্যা পেট্টোল পাম্প এলাকায় জ্বালানী তেল নেওয়ার সময় কোতয়ালি মডেল থানার এসআই নূর উন নবী বিএনপি’র নেতাকর্মীর অভিযোগে ৩জনকে গ্রেফতার করে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার বিরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে মাজেদুল কবীর,উপশহর সি ব্লক বাসা নং ১১০ এর নবী হোসেনের ছেলে জাহিদ হোসেন ও বি ব্লকের বাসা নং ১১৫ এর শওকত আলীর ছেলে বিল্লাল। আটককৃতদের কোতয়ালি মডেল থানা হাজতে রাখা হয়েছে বলে পুলিশ সূত্রগুলো নিশ্চিত করেছে। মামলায় রায় দেওয়ার পর যশোর জেলা আওয়ামীলীগের কার্যালয়ের নীচে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ শহরের গাড়ী খানা সড়কে অবস্থান নিয়ে রায়ের পক্ষে সন্তুষ্টি প্রকাশ করেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনুসারীরা গাড়ী খানা সড়কের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়ায় যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদ,জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের অনুসারীরা শহরের চৌরাস্তা মোড় কোতয়ালি মডেল থানার সামনে অবস্থান নিয়ে সন্তুুষ্টি প্রকাশ করেন। পুরো বিকাল চৌরাস্তা মোড়ে এমপি পক্ষীয়রা অবস্থান নেয়। এছাড়া, যশোর শহর ও শহরতলীতে বিজিবি,র‌্যাব-৬ ও কোতয়ালি মডেল থানা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা টহল অব্যাহত রাখে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।অপর দিকে, যশোর কোতয়ালি থানার ওসি আজমল হুদা সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শংকরপুরের বাসিন্দা আব্দুস সালাম আজাদসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here