জি-৩ রুই মাছ নিয়ে জনপ্রিয় নাট্যভিনেতা বাবু যশোরে

0
487


সংবাদ বিজ্ঞপ্তি : বিশিষ্ট অভিনেতা ফজলুর রহমান বাবু জি-৩ রুই মাছ নিয়ে যশোরের বিভিন্ন গ্রাম, হ্যাচারি, নার্সারি ও চাষিদের সাথে মতবিনিময় করেছেন। মতবিনিময়ের জন্য শুক্রবার থেকে দুই দিন তিনি যশোরে অবস্থান করেছিলেন।
মাছের নতুন এক জাত জি-৩ রুই। তিন নদীর রুই মাছ থেকে প্রযুক্তি ব্যবহারে তিন বার জেনেটিক পরিবর্তন করে এ জাত উদ্ভাবন করা হয়েছে। জি-৩ রুই হরমন বাদেই দ্রুত বর্ধনশীল, কম খাবার খায়, পুষ্ট বেশি ও দেখতে উজ্জ্বল। আর স্বাধ হচ্ছে দেশীয় রুই মাছের মতো।
ফজলুর রহমান বাবু বলেন, এমন একটি কাজে অংশ নিয়ে আমি আনন্দিত ও গর্বিত। দেশের পুষ্টি, চাহিদা পূরণ এবং উন্নত প্রজাতির রুই হিসেবে জি-৩ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি।
প্রসঙ্গত জি-৩ রুই মাছ ইউএসএআইডি’র অর্থায়নে ফিড দি ফিউচার বাংলাদেশ একুয়াকালচার এক্টিভিটি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ফিসের বিজ্ঞানীদের তত্ত্বাবধানে হালদা, পদ্মা ও যমুনার উন্নত জাতের মাছের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে উদ্ভাবিত প্রজাতির রুই। এ মাছ নিয়ে মাঠ পর্যায়ে এ বিষয়ে কাজ করছে এম ওয়ার্ল্ড। এ মাছ চাষে এরই মধ্যে চাষি, নার্সারি ও হ্যাচারি পর্যায়ে আগ্রহ দেখা যাচ্ছে।