জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের কাছে অভিযোগ মাগুরা গোবিন্দ চন্দ্র বিশ্বাস নামে এক মুক্তিযোদ্ধার সনদ নিয়ে নানা গুঞ্জন !

0
572

নিজস্ব প্রতিবেদক :গোবিন্দ চন্দ্র বিশ্বাস নামে এক ব্যক্তি মুক্তিযোদ্ধা না করে মুক্তিযোদ্ধার সনদে মুক্তিযোদ্ধাদের সকল সুযোগ সুবিধা ভোগ করছে বলে অভিযোাগ পাওয়া গেছে। একজন ভূয়া ও তথা কথিত মুক্তিযোদ্ধা সাজলেও তিনি ১৯৭১ সালে তৎকালীন নিষিদ্ধ ও গোপনে পূর্ব পাকিস্তান কমিউনিষ্ট পার্টি (ইপিসিপিএমএল)এর সক্রিয় সদস্য ছিলেন বলে সূত্রগুলো দাবি করেছেন। অবিলম্বে তার কাছে থানা মুক্তিযোদ্ধার সনদ সঠিকভাবে পরীক্ষা করলে বেরিয়ে আসবে তার মুক্তিযোদ্ধা হওয়ার অজানা কাহিনী। তাকে নিয়ে গোটা মাগুরা জেলা মুক্তিযোদ্ধাদের মধ্যে দেখা দিয়েছে নানা গুঞ্জন।
অভিযোগ উঠেছে,মাগুরা জেলার সিংড়া ২৩ নং শালিখা উপজেলার রামদেব বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস ধনেশ্বরগাতি ইউনিয়নের বাসিন্দা যার ক্রমিক নং ১৩৭ ও ভোটার নং ৫৫০৫১৭৪৫৪৫৭৬ মাতার নাম রসমনি বিশ্বাস পেশা কৃষক,জন্ম তারিখঃ০৪/০৮/১৯৫০ ইং। তাছাড়া জমির পর্চায় খতিয়ান নং -১১৫ সিংড়া মৌজা জে,এল,নংঃ২৩ জমির মালিক গোবিন্দ চন্দ্র কুমার বিশ্বাস ও পিতার নাম রামদেব বিশ্বাসকে স্বর্গীয় রামদেব বিশ্বাসের মৃত্যুর ফলকে স্বর্গীয়া রসমণি বিশ্বাস পূণ্য স্মৃতি স্মরণে পুত্র গোবিন্দ বিশ্বাস পুত্রবধূ নমিতা বিশ্বাস উল্লেখ করেছেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকার বই নং ০ এ গোবিন্দা চন্দ্র বিশ্বাস পিাতার নাম বলরাম চন্দ্র বিশ্বাস উপজেলা শালিখা জেলা মাগুরা যার ক্রমিক নং ৪৮৪৭২ ও বেসামরিক গেজেট পর্যালোচনা করে দেখা গেছে গেজেটের পৃষ্ঠা ৭৩৭৩ তারিখ ১০-১১-২০০৪ গেজেট নং ১৪৫৬ গোবিন্দ্র চন্দ বিশ্বাস পিতার নাম বলরাম চন্দ্র বিশ্বাস উল্লেখ রয়েছে। সূত্রগুলো বলেছে,মাগুরা জেলার শালিখা উপজেলার তালখড়ি ইউনিয়নের চত্তিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস একজন মুক্তিযোদ্ধা হিসেবে সকলের চেনা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সামরিক সনদে যার ক্রমিক নং ১১৭১ সনদ নং ৮৬০১২। চত্তিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস দেশ স্বাধীনের পর বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি মুক্তিযোদ্ধা থেকে পুলিশে যোগদান করে বিগত ২০০২/২০০৩ সালে অবসর গ্রহন করেন। পরবর্তীতে তিনি পরলোক গমন করেন বলে তার ছেলে মাগুরা জেলার শালিখা উপজেলার এমএস পোট বিহারী লাল শিকদারসরকারী মহাবিদ্যালয়ে কর্মরত মিঠুল বিশ্বাস জানান। তার বাবার মৃত্যুর পর মাতা মুক্তিযোদ্ধার সহধর্মীনি হিসেবে সকল সুযোগ সুবিধা ভোগ করছেন। অপর দিকে, নাম প্রকাশ না করার শর্তে শালিখা উপজেলার সিংড়া গ্রামের বেশ কয়েকজন অভিযোগ করেন,তাদের গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাস নামে যে মুক্তিযোদ্ধা দাবিদার রয়েছেন, তিনি প্রকৃত ছিল সন্যাসী বাহিনীর অর্থাৎ সর্বহারা পার্টির একজন সক্রিয় সদস্য। তার পিতার নাম জমির দলিলে, পর্চা,পিতা মাতার উদ্দেশ্য করা মন্দিরের ফলকে লেখা রয়েছে রামদেব বিশ্বাস। তাছাড়া,সিংড়া গ্রামে গোবিন্দ চন্দ্র বিশ্বাস নামে যিনি মুক্তিযোদ্ধা রয়েছেন তিনি প্রকৃত মুক্তিযোদ্ধা নয় বলে সূত্রগুলো জানিয়েছেন। যার পিতার নাম রামদেব বিশ্বাস রয়েছে তিনি মুক্তিযোদ্ধাদের সনদে বলরাম বিশ্বাস পিতার নাম কিভাবে থাকে। তাহলে কি সিংড়া গ্রামের গোবিন্দ বিশ্বাস চতিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাসের নামে আরেকটি মুক্তিযোদ্ধা সনদ করেছে? যা মাগুরা জেলা মুক্তিযোদ্ধা মোল্লা নবুয়ত আলীসহ মাগুরা জেলার শালিখা উপজেলা এলাকার সকল মুক্তিযোদ্ধাদের হতবাক করেছে। এ ব্যাপারে মাগুরা জেলার মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার মোল্লা নবুয়ত আলীর ব্যক্তিগত মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,গোবিন্দ চন্দ্র বিশ্বাস নামে একজন মুক্তিযোদ্ধা শালিখা উপজেলার চতিয়া গ্রামে রয়েছে এটা তার জানা। একই নামে সিংড়া গ্রামে আরো একজন মুক্তিযোদ্ধা রয়েছে এ ধরনের অভিযোগ পেয়েছেন। তিনি বিষয়গুলো যাচাইবাছায়সহ খতিয়ে দেখার জন্য শালিখা উপজেলা ইউনিট কমান্ডার আবু বক্কারকে ইতিমধ্যে জানিয়েছেন।মাগুরা জেলার সহকারী কমান্ডার হুমায়ূন কবীরের ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,গত ১২ জুলাই এ ধরনের অভিযোগ পেয়ে আমরা মুক্তিযোদ্ধারা মিটিং করেছি। বিষয়টি খতিয়ে দেখার ব্যবস্থা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here