জ্বালানিমন্ত্রী পদে ছেলেকে নিয়োগ দিলেন সৌদি বাদশাহ

0
229

ম্যাগপাই নিউজ ডেস্ক : সৌদি আরবের বর্তমান জ্বালানিমন্ত্রী খালিদ আল-ফালিহকে সরিয়ে নতুন জ্বালানিমন্ত্রী করা হয়েছে রাজপুত্র প্রিন্স আবুদল আজিজ বিন সালমানকে। রবিবার সকালে এক রাজকীয় ডিক্রি জারি করে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এ পরিবর্তনের ঘোষণা দেন। খবর দ্য গার্ডিয়ান।

তেল রফতানিকারক দেশ হিসেবে জ্বালানি মন্ত্রণালয়টি সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। নতুন এ পরিবর্তনের মাধ্যমে ক্ষমতাসীন আল সৌদ পরিবারের কোনো সদস্য এ প্রথম সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেলেন। জ্বালানি খাত নিয়ে প্রিন্স আবুদল আজিজ বিন সালমানের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮৫ সালে মাত্র ২০ বছর বয়সে তৎকালীন জ্বালানিমন্ত্রীর উপদেষ্টা নিযুক্ত হন। ১৯৯৫ সালে তাকে তেল উপমন্ত্রী করা হয়। প্রায় এক দশক ধরে এ দায়িত্ব পালনের পর তাকে সহকারী তেলমন্ত্রী করা হয়। ২০১৭ সালে জ্বালানি প্রতিমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত তিনি সহকারী তেলমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্বপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী প্রিন্স আবুদল আজিজ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সৎ ভাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here