জয়ের জন্য বাংলাদেশের চাই ৩২১ রান

0
344

ক্রীড়া ডেস্ক : সিলেটের অভিষেক টেস্ট জিততে ৩২১ রান করতে হবে স্বাগতিক বাংলাদেশকে। নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৮১ রানে গুটিয়ে গেছে জিম্বাবুয়ে। ফলে বাংলাদেশের সামনে ম্যাচ জয়ের টার্গেট দাড়ায় ৩২১ রান।

প্রথম ইনিংসে মাত্র ১৪৩ রানে অলআউট হয়ে যাওয়া স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে সতর্কভাবে শুরু করেছে টাইগাররা। ১০.১ ওভার ব্যাটি করে বিনা উইকেটে ২৬ রান সংগ্রহ করেছে। যদিও আলোর স্বল্পতার কারণে তৃতীয়দিন খেলা হয়নি ১৩.৫ ওভার। ফলে সিলেট টেস্ট জিততে হলে আগামী দুই দিনে বাংলাদেশের করতে হবে ২৯৫ রান।

দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের পক্ষে অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা ৪৮, সিকান্দার রাজা ২৫, সিন উইলিয়ামস ২০, ব্রায়ান চারি ৪, ব্রেন্ডন টেইলর ২৪, পিটার মুর শুন্য, রেগিস চাকাবভা ২০, ওয়েলিংটন মাসাকাদজা ১৭, ব্র্যান্ডন মাভুতা ৬, কাইল জার্ভিস অপরাজিত ১ ও তেন্ডাই চাতারা ৮ রান করেন। বাংলাদেশের তাইজুল ইসলাম ৬২ রানে ৫টি, মেহেদি হাসান মিরাজ ২টি ও নাজমুল ইসলাম ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে ১০৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন তাইজুল।

প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ২৮২ ও বাংলাদেশ ১৪৩ রান করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here