ঝিকরগাছার রঘুনাথনগর কলেজের সাফল্য অব্যাহত

0
993

এম আর মাসুদ : সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে যশোরের ঝিকরগাছার রঘুনাথনগর মহাবিদ্যালয়। কলেজটি এবারও এইচএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠের স্থান দখল করেছে। অজপাড়া গাঁয়ের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এলাকায় উচ্চশিক্ষা প্রসারে ব্যাপক ভূমিকা রাখার পাশাপাশি মেধাবী ও হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা লাভের সুযোগ হয়েছে। এই কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ১০৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৭৩ জন পাস করেছে। পাসের হার ৬৭.৫৯%। এর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। এ গ্রেড পেয়েছে ২৩ জন, এ মাইনাস ১৩ জন, বি গ্রেড পেয়েছে ২২ জন ও সি গ্রেড ১২ জন । কলেজটি ২০১৭ সালে এইচএসসির ফলাফলে উপজেলা পর্যায় ২য় স্থান দখল করেছিল। অধ্যক্ষ আব্দুল ওহাব জানিয়েছেন, কলেজটি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া, সংস্কৃতিসহ সহশিক্ষায়ও উপজেলা পর্যায়ে সাফল্যের শীর্ষে রয়েছে। চলতি বছর উপজেলা বুদ্ধিমত্তা পরীক্ষা, ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিতে শ্রেষ্ঠত্ব রয়েছে এই কলেজের দখলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here