ঝিকরগাছায় কৃষকের স্বপ্ন পুড়ে ছাই

0
491

আরিফুজ্জামান আরিফ : ঝিকরগাছার মোবারকপুরে পূর্ব শত্রুতার জের ধরে কবির উদ্দিন নামে এক কৃষকের একটি পানের বরজে আগুন দিয়ে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই করে দিয়েছে বলে অভিযোগ পাাওয়া গেছে।

এতে প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান পানের বরজের মালিক কবির উদ্দিন।

কবির উদ্দিন মোবারকপুর গ্রামের মৃত করিম বক্সর ছেলে।

এ ব্যাপারে কৃষক কবির উদ্দিন বাদী হয়ে ঝিকরগাছা থানায় ৪জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে পৌরসদরের মোবারকপুর কলেজপাড়া গ্রামের বিবাদী নুর নাহারের ছেলে সজিব(১৩), ইয়াসিন (৪৫), মোমিনের ছেলে সাইফুল (২৯) ও স্বপন (৪৭) বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকাল অনুমান সাড়ে ৫টার সময় বাদী কবির উদ্দিনের ৪২ শতক জমির পানের বরজে আগুন ধরিয়ে দেয়। যার কারণে বাদীর প্রায় ১৩ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতি করেও বিবাদীরা ক্ষ্যান্ত হয়নি।

পানের বরজে আগুনের বিষয় বলতে গেলে বিবাদীরা বাদিকে অকথ্য ভাষায় গালি গালাজ সহ খুন জখমও করবে বলে বিভিন্ন ধরণের ভয় ভীতি ও বড় ধরণের ক্ষতি সাধন করিবে বলে হুমকি প্রদান করছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করেছেন।

এ ব্যাপারে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)আব্দুর রাজ্জাক বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের উপর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।