ঝিকরগাছায় গুণী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা

0
581

এম আর মাসুদ : যশোরের ঝিকরগাছায় ব্যক্তি উদ্যোগে গুণী শিক্ষক ও শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার বেজিয়াতলা গ্রামের ব্যবসায়ী আশরাফ হোসেন স্বপন এই সংবর্ধনা দেন। স্থানীয় মাদরাসা মাঠে সোমবার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডক্টর আব্দুস সাত্তার। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন আধুনিক বিজ্ঞান মনোষ্ক জ্ঞান না থাকলে বিশ্বমানের মানুষ হওয়া যাবে না। বর্তমান যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ। তিনি আরো বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ গড়তে হলে তোমাদেরকে প্রযুক্তির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হবে। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মৃত্যুঞ্জয় বিশ্বাস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যপক লিটন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশিদ ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। ইউপি চেয়ারম্যান নওশের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা আশরাফ হোসেন স্বপন, মাউশি কর্মকর্তা কামরুজ্জামান, শিক্ষক মাহবুব-উল-আলম মন্টু, অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, অধ্যক্ষ দীন মোহাম্মদ, মাস্টার মকবুল হোসেন, আব্দুল জব্বার, আলতাফ হোসেন, অভিভাবক আবু তাহের শিক্ষার্থী এসএম তৌহিদুর রহমান, সুস্মিতা রায় প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বিমল রায়। অনুষ্ঠানে ৯ জন গুণী শিক্ষক ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৭৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস ও বই প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here