ঝিকরগাছায় বন্ধুকযুদ্ধে টোকন নিহত

0
677

এম আর মাসুদ : যশোরের ঝিকরগাছায় ‘বন্ধুকযুদ্ধে’ তালিকাভুক্ত সন্ত্রাসী জাহিদ হাসান ওরফে টোকন (২৮) নিহত হয়েছে। উপজেলার কায়েমকোলা এলাকার বাগমারা বিলে শুক্রবার রাতে টোকনের সহযোগী সন্ত্রাসীদের সঙ্গে বন্ধুকযুদ্ধে সে নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। ঘটনাস্থ থেকে পুলিশ একটি পিস্তল, এক রাউন্ড গুলি ও ৫ টি বোমা উদ্ধার করেছে। নিহত টোকন ঝিকরগাছা পৌর যুবলীগের একাংশের যুগ্ম আহবায়ক ও কৃষ্ণনগর গ্রামের মাস্টার আসলাম হোসেন সরদারের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি (তদন্ত ) ফকির আজিজুর রহমান জানিয়েছেন, জাহিদ হাসান ওরফে টোকনের নামে হত্যা, মাদক ও অস্ত্রসহ যশোরের বিভিন্ন থানায় ২৭ টি মামলা রয়েছে। টোকন পুলিশের তালিকায় র্শীষ সন্ত্রাসী উল্লেখ করে তিনি জানান, গত শুক্রবার রাত ১২ টার দিকে কোতয়ালী পুলিশের সহযোগিতায় শহর থেকে তাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে সে তার কাছে অস্ত্র ও গুলি থাকার কথা স্ব¦ীকার করলে রাত ৩ টার দিকে কায়েমকোলা এলাকার বাগমারা বিলে অভিযানে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী সন্ত্রাসীরা পুলিশ কে লক্ষ করে গুলি ছোঁড়ে । এ সময় পুলিশও পাল্টা আক্রমন চালালে টোকনের সহযোগী সন্ত্রাসীদের গুলিতে আহত হয় সে। পরে পুলিশ তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত বলে ঘোষনা করেন। এদিকে, ঝিকরগাছা পৌর যুবলীগের একাংশের আহবায়ক শাওন রেজা খোকা জানান, জাহিদ হাসান ওরফে টোকনের নামে যে ২৭ টি মামলা আছে তা সবই ষড়যন্ত্র। সে প্রতি হিংসা রাজনীতির শিকার। উল্লেখ্য, জাহিদ হাসান ওরফে টোকন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পক্ষীয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here