ঝিকরগাছায় ১৬ বিঘা জমির ১২’শ আম গাছ কেটে সাবাড়

0
423

ভ্রাম্যমাণ প্রতিনিধ : শত্রুতা! তাও আবার গাছের সাথে। শত্রুতা করে একটি দুইটি নয় ১২’শ গাছ কেটে দিয়েছে অজ্ঞতরা। ঘটনাটি ঘটেছে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের দেওলির মাঠে। গত শুক্রবার রাতে ওই এলাকার ১৫ জন কৃষকের ১৬ বিঘা জমির প্রায় ১২ শ’ আমগাছ কেটে সাবাড় করেছে দিয়েছে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। এ ঘটনায় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ করা হয়েছে।

জানাগেছে, শুক্রবার গভীররাতে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা শত্রুতা করে দেউলি গ্রামের মাঠে ওই গ্রামের মৃত সোহরাব আলী (আমচাষি) ছেলে নওশের আলী ও লুৎফর রহমানের সাড়ে ৩ বিঘা, একই গ্রামের আবুল হোসেনের আড়াই বিঘা, ইয়ার আলীর ২৫ কাঠা, আবুবকরের ২৫ কাঠা, শাহাদত হোসেনের ২৫ কাঠা, শাহিন হোসেনের ২৫ কাঠা, ইব্রাহিম খলিলের আড়াই বিঘা, আবু বকরের ১৫ কাঠা, আব্দুল গফুরের ১০ কাঠা ও জামাই আহম্মদ আলীর ২২ কাঠা, পাশ্ববর্তী সেকেন্দারকাটি গ্রামের সুলতান রুস্তম আলীর ২৫ কাঠা, কোমরচান্দা গ্রামের মনিরুজ্জামানের ২ বিঘা জমির আম গাছ কেটে সাবাড় করে দিয়েছে। এক বছর আগে এসব জমিতে আমের এই কলমের গাছ লাগিয়েছিলো। ক্ষতিগ্রস্ত কৃষক নওশের আলী জানান, প্রতি বিঘা জমিতে ৬৫-৭০টি করে আমের কলম লাগানো হয়েছিলো এক বছর বছর আগে। আগামী ২ বছরের মাথায় এসব গাছে ফল আসার কথা ছিলো। এ অবস্থায় শত্রুতা করে গাছ কেটে দেওয়ায় প্রতি বিঘায় ২০ হাজার টাকার উপরে ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ অপর কৃষক লুৎফর রহমান জানান গত বছরও শত্রুতা করে বেশ কয়েক বিঘা জমির গাছ কেটে দিয়েছিলো অজ্ঞাতরা। নাম প্রকাশে অনিচ্ছুক ক্ষতিগ্রস্ত আরেক ব্যক্তি দাবী করেন মাঠের গভীর নলকূপের মালিক পক্ষ সেচের পানি বিক্রি করার জন্য এই জঘন্যতম শত্রুতা দেখিয়ে গাছ কেটেছে। এ বিষয় বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) সিকদার মতিয়ার রহমান লিখিত অভিযোগ পেয়েছেন বলে এই প্রতিনিধিকে জানিয়েছেন। তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন । এ অবস্থায় পর পর দুই বছর দেউলি মাঠের কৃষকদের আমগাছ কেটে দেওয়ায় দূশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here