ঝিনাইদহের হলিধানী বাজার থেকে এক বছরে ১৮টি মটরসাইকেল চুরি !

0
584

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহের হলিধানী বাজার থেকে এক বছরে ১৮টির বেশি মটরসাইকেল চুরি হয়েছে। এর মধ্যে একটি মটরসাইকেল ৩০ হাজার টাকা দিয়ে ফেরৎ পেয়েছে মালিক। বাকীগুলো উদ্ধার হয়নি। মটরসাইকেল চুরি হলে থানায় জিডি হয়, কিন্তু চোর চক্র থেকে যায় অধরা। এদিকে একের পর এক হলিধানী বাজার, বাসা বাড়ির গ্রীল কেটে ও বেসরকারী প্রতিষ্ঠান থেকে মটরসাইকেল চুরি হওয়ায় মালিকরা পড়েছেন বিপাকে। সর্বশেষ ঝিনাইদহের বিশিষ্ট টেইলারিং ব্যবসায়ী মনোয়ার হোসেন দিপুর মটরসাইকেলটি হলিধানী বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে চুরি হয়। তথ্য নিয়ে জানা গেছে, হলিধানী বাজারে অবস্থিত এনজিও আশা, ব্র্যাক, জাগরণী চক্র ও এইডের অফিস থেকেই চুরি হয়েছে ৭টি মটরসাইকেল। এছাড়া গাড়ামারা গ্রামের আরিফের মটরসাইকেল ছিনতাই হয় পথিমধ্যে। কোলা গ্রামের শরিফুলের মেয়ের বিয়ের দিন বরযাত্রীদের মটরসাইকেল চুরি হয়। হলিধানীর হায়দার আলী মাষ্টার, তাজুল ইসলাম, ডাঃ সালাহউদ্দীন, শওকত আলী, আবুল হাসেম, রামচন্দ্রপুরের খলিলুর রহমান, সিরাজুল ইসলাম ও ফরহাদ হোসেন মুন্নাসহ অন্তত ২০ জনের মটরসাইকেল চুরি হয়েছে। এর মধ্যে ফরহাদ হোসেন মুন্নার টরসাইকেলটি ৩০ হাজার টাকা দিয়ে ফিরে পায়। জেলার পশ্চিমাঞ্চলে মটরসাইকেল চুরি করার একটি শক্তিশালী চক্র রয়েছে। একের পর এক তারা মটরসাইকেল চুরি করলেও তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে হলিধানী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া জানান, একের পর এক হলিধারী বাজার থেকে মটরসাইকেল চুরি হচ্ছে, কিন্তু চোর সনাক্ত করা যাচ্ছে না। যে কারণে মটরসাইকেলও উদ্ধার হচ্ছে না। তিনি বলেন কিছুদিনের মধেই তো মনোয়ারসহ ৪/৫টি মটরসাইকেল চুরি হয়েছে। তিনি চোর চক্রকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, বিষয়টি নিয়ে পুলিশ তৎপর আছে। যে কোন একটি মটরসাইকেল উদ্ধার হলেই সবগুলো চুরির তথ্য পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here