ঝিনাইদহে অবৈধ ভোটার তালিকা দিয়ে জেলা স্কাউটের কাউন্সিল শিক্ষকদের প্রতিবাদ মিছিল

0
432

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ : ঝিনাইদহে কিছু অবৈধ ভোটার তালিকা দিয়ে জেলা স্কাউটের কাউন্সিল শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা স্কাউট ভবনে এ নির্বাচন চলে। এ নিয়ে স্কাউট শিক্ষকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাকবিতন্ড হয়। একপর্যায়ে শিক্ষকরা মিছিলসহ প্রতিবাদ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষকদের গ্রেফতার করে চাকুরী খাওয়ার হুমকি দেন বলে তারা জানান। কাউন্সিলে আসা ঝিনাইদহের বিভিন্ন উপজেলার স্কাউট শিক্ষকরা জানান, ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলা আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার পরও সেখান থেকে কাউন্সিলর গ্রহণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই উপজেলা প্রতিনিধিকে জেলা কাউন্সিলে প্রেরণ করা হয়েছে। কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলার বৈধ কাউন্সিলরদের তারিখ নির্ধারণের কমপক্ষে ১৫ দিন আগে টহফবৎ ঈবৎঃরভরপধঃব ড়ভ চড়ংঃরহম এর মাধ্যমে কাউন্সিলরদের নিকট পত্র প্রেরণের বিধি থাকলেও তা করা হয়নি। জেলা নির্বাহী কমিটিতে জেলা কাউন্সিলের স্থান ও তারিখ নির্ধারণের পর পরবর্তী সভায় উপজেলা প্রতিনিধি, বার্ষিক প্রতিবেদন, কাউন্সিলর অনুমোদন এবং বিগত বছরের আয়-ব্যয় অনুমোদনের কথা থাকলেও তা না করে এবং বৈধভাবে এজন্ডো ভুক্ত না করে একই সভায় সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এসমস্ত অনিয়ম জানানোর জন্য জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সাথে বসলে তিনি লিখিত আবেদন করতে বলেন সে মোতাবেক জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর ২০ মে আবেদন করেন তারা। তারপরও নির্বাচনের দিন ২৪ মে জেলা প্রশাসকের নিকট প্রতিবাদ জানানো হয়। এরপর তিনি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলামকে বিষয়টি সমন্বয় করার জন্য বলেন। স্কাউট শিক্ষকদের নিকট মতামত জানতে চাইলে তারা জোরালো ভাবে এ কাউন্সিল স্থগিতের দাবি জানাই। এসময় স্কাউট শিক্ষকরা মিছিলসহ প্রতিবাদ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম তাদের গ্রেফতার করে চাকুরী খাওয়ার হুমকি দেন বলে জানান। এ অবৈধ কাউন্সিল- এর প্রতিবাদ স্বরুপ একজন স্কাউট লিডার ট্রেনার ও ৫ জন সহকারী লিডার ট্রেনার কাউন্সিল বয়কট করেন। তারা কথিত জেলা স্কাউট কমিটি বাতিলের দাবী জানিয়েছেন। গ্রেফতার করে চাকুরী খাওয়ার হুমকি দেওয়ার ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম এর মোবাইল ফোনে শুক্রবার বেলা ৩টা১৩ মিনিটে ফোন করলে তিনি রিসিভ করেননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here