ঝিনাইদহে কৃষিবিদ দিবস পালিত

0
328

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে কৃষিবিদ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কৃষিবিদ ইনস্টিটিউট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার সকালে শহরের পায়রাচত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ করেন কৃষিবিদরা। পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএম আব্দুর রউফ, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: হাফিজুর রহমান, মোবারকগঞ্জ সুগার মিলের ডিজি (প্রশাসন) দিলিপ বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা আলফাজুর রহমান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, যারা কৃষি নিয়ে কাজ করে তারাই সভ্যতার নির্মাতা। প্রাচীণ মর্যাদাপূর্ণ পেশা কৃষি। দেশের উন্নয়ন করতে হলে কৃষিতে উন্নয়ন করতে হবে বঙ্গবন্ধু সেটা উপলদ্ধি করেই কৃষিবিদদের ১ম শ্রেণীর পদমর্যাদা দিয়েছিলেন, কৃষিবিদরা তার মর্যাদা রেখেছেন। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here