ঝিনাইদহে চালকদের হেলমেট ব্যবহার না করায় মামলা ও ব্যবহার করায় ফুলের শুভেচ্ছা

0
367

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ থেকেঃঝিনাইদহে মোটর সাইকেলের বৈধ কাগজপত্র ও হেলমেট ব্যবহারে চালকদের সচেতনতা বৃদ্ধির জন্য অভিযান শুরু করেছে জেলা ট্রাফিক পুলিশ। মঙ্গলবার সকাল থেকে শহরের মুজিব চত্তর চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড, ক্যাডেট কলেজের সামনে, পোষ্ট অফিস মোড়ে যানবাহনে অভিযান করে তারা। এসময় হেলমেট ব্যবহার না করায় চালকদের মামলা ও যারা ব্যবহার করেছেন তাদের ফুল দেওয়া হয়। জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (এ্যাডমিন) কৃষ্ণপদ সরকার জানান, দিনব্যাপী অভিযান চালিয়ে মোটর সাইকেলের কাগজপত্র ও হেলমেট না থাকায় ৮০ জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। তিনি বলেন, দেশ ব্যাপী মোটর সাইকেলের অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহ পুলিশ সুপারের নির্দেশনায় আমরা এ অভিযান পরিচালনা করছি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও মোটর গাড়ি চালকদের নিয়ে বিভিন্ন সময় প্রশিক্ষণ দিয়ে চলেছি। এতে করে সড়ক দূর্ঘটনা রোধে অনেকাংশে কমবে বলে আমরা আশা বাদি। সে সময় অভিযানে উপস্থিত ছিলেন, ট্রাফিক ইন্সপেক্টর হাসানুজ্জামান, সার্জেন্ট নাজমুল হাসান, এটিএসআই শওকত সহ ট্রাফিক পুলিশের সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here