ঝিনাইদহে জেলা প্রশাসকের সাথে পরিবেশ, জীব বৈচিত্র ও প্রাচীন ঐতিহ্য সংরক্ষণে মতবিনিময় সভা

0
430

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ, ইলা মিত্রের পৈত্রিক ভিটাসহ প্রাচীন ঐতিহ্য সংরক্ষণ ও মাদক বিরোধী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশের ভারসাম্য সুরক্ষায় রাস্তার পাশসহ বিভিন্ন স্থানের ঐতিহ্যবাহি শতবর্ষী বৃক্ষগুলো ইচ্ছামত নিধন বন্ধ, নদীর প্রবাহ স্বাভাবিক রাখতে অবৈধ দখল মুক্তকরণ, নদীর মাঝের স্থাপনা, পুকুর ও বাঁধ অপসারণ, পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলা, পুকুরসহ নদী, নালা, খালবিলের পানি দুষন না করা, বৃটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ইলা মিত্রের পৈত্রিক ভিটাসহ জেলার ঐতিহ্যবাহি পুরাকীর্তিগুলো অবৈধ দখলমুক্ত করে তা সংস্কার ও সংরক্ষণ করার বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় পরিবেশ ও জীব বৈচিত্র সংরক্ষণ কমিটির সভাপতি মাসুদ আহমেদ সনজু, সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান, সদস্য ফজলুর রহমান খুররম, পৃথ্বীশ রঞ্জন বিশ্বাস, ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি গৌতম কুমার বসু, মাদক বিরোধী আন্দোলনের সাধারণ সম্পাদক এ্যাড. শামসুল আলম, জিপি এ্যাড. সুবীর কুমার সমাদ্দার, পিপি এ্যাড. ইসমাইল হোসেন, এ্যাড. নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। জেলা প্রশাসক বিষয়গুলি ধর্য্য সহকারে শোনেন এবং উত্থাপিত বিষয়গুলোর সাথে একমত পোষন করেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য সুরক্ষায় সুস্পষ্ট নীতিমালা রয়েছে এবং সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। সরকারের সে লক্ষ পুরণে দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করে তিনি বৃক্ষ নিধন বন্ধ, ইলামিত্রের বাড়ী ও নদী অবৈধ দখল মুক্তকরণ, নদীর মাঝের পুকুর ও বাঁধ অপসারণসহ মাদক নির্মুলে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস প্রদান করে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here