ঝিনাইদহে নিখোঁজের দশ জনের খোঁজ মেলেনি আড়াই মাসেও

0
344

নিজস্ব প্রতিবেদক, (ঝিনাইদহ): ঝিনাইদহে বেড়েই চলেছে নিখোঁজের সংখ্যা। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে গত মে মাসে অন্তত ১০ জনকে তুলে নিয়ে গেছে কে বা কারা। যাদের খোঁজ মেলেনি আড়াই মাসেও। এ অবস্থায় শোকে দিশেহারা নিখোঁজদের পরিবার। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারে কোনো স্বস্তির খবর দিতে না পারলেও আতঙ্কিত না হবার পরামর্শ পুলিশের। নিখোঁজ ছেলে মনোয়ার হোসেনকে ফিরে পাবার আকুতি ঝিনাইদহ সদর উপজেলার বারইখালী গ্রামের মজিবর রহমানের। কষ্টের প্রহরগুনে অপেক্ষায় মা, স্ত্রী ও তার শিশু সন্তান। মনোয়ারের মত একইভাবে জেলার বিভিন্ন জায়গা থেকে গত আড়াই মাসে নিখোঁজ হয়েছেন অন্তত ১০জন।

এ ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরনা দিয়েও সমাধান পাননি তাদের স্বজনরা। এতে আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটছে ওই সব পরিবারের। এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে পুরো জেলা জুড়ে। নিরাপত্তার অভাবে আছেন উদ্বিগ্ন এলাকাবাসী। এব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কোনো র‌্যাব কর্মকর্তা। তবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ। মনোয়ারসহ নিখোঁজ এই ১০ জনকে মে মাসের ৪ তারিখ থেকে ১০ তারিখের মধ্যেই আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে তুলে নেয়া হয় বলে পরিবার গুলোর দাবী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here