ঝিনাইদহে মাদকের কুফল ও বাল্য বিয়ে প্রতিরোধে শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কে সিও সংস্থার দিন্যবাপী বার্ষিক বনভোজন উপলক্ষ্যে আলোচনা সভা

0
402
All-focus

বিশেষ প্রতিনিধি : ঝিনাইদহে মাদকের কুফল ও বাল্য বিয়ে প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কে সিও সংস্থার দিন্যবাপী বার্ষিক বনভোজন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সিও সংস্থার নির্বাহী পরিচালক সামসুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: হাসানুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: জাহিদ আহম্মেদ, জেলা সমাজ সেবা অফিসের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ, সহকারী পরিচালক জাহিদুল ইসলাম, অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় বক্তারা, সমাজ থেকে মাদক ও বাল্যবিয়ে দুর করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। দিনব্যাপি সিও সংস্থার কর্মকর্ত-কর্মচারীদের মিলনমেলায় পরিবেশন করা হয় গান, নাচ, নাটক কৌতুকসহ নানা পরিবেশনা। বনভোজনে দেশের বিভিন্ন জেলা থেকে সিও সংস্থার দেড় হাজার কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের লোকজন অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here