ঝিনাইদহে যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে হেরোইনসহ ৪মাদক ব্যবসায়ী আটক করেছে ভ্রাম্যমান আদালত

0
376

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ : ঝিনাইদহে যাত্রীবাহিবাসে তল্লাসী চালিয়ে হেরোইন সহ ৪ মাদক ব্যবসায়ী কে আটক করেছে ভ্রাম্যমান আদালত। আজ সকাল ১১টার দিকে শহরের আরাপপুরে যাত্রীবাহি গড়াই পরিবহন ৬০লক্ষ টাকা মুল্যমানের ৬’শ গ্রাম হেরোইন জব্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির জানান, মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের আরাপপুরে কুষ্টিয়া থেকে খুলনা গামী যাত্রীবাহি গড়াই পরিবহনে তল্লাসী চালানো হয়। এসময় ৪ মাদক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলেন, মাগুরা জেলার শ্রীপুর উপজেলার দায়েরপোল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে আমিরুল ইসলাম (৪৫), ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাট বাড়িয়া গ্রামের রুহুল আমীনের ছেলে জামাল আক্তার (৩৫), চাঁদপুর গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে লাল্টু মিয়া (৪০) ও কুষ্টিয়া শহরের জেলা রোড এলাকার নূর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক গাড়ীর ভিতর থেকে পলিথিনে মোড়ানো ৬শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মুল্য প্রায় ৬০ লক্ষ টাকা। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে উদ্ধারকৃত হেরোইন খুলনার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযানে সাথে ছিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ। এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ ইমদাদুল হক জানান, আরাপপুর বাস ষ্ট্যান্ডে গাড়ীর ভিতর থেকে তল¬াশী করে ৬শ’ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা। আটক ৪ জনকে ঝিনাইদহ সদর থানায় সোর্পদ করা হয়। এ ঘটনায় বাসটি আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here