ঝিনাইদহে শীতের আগেই হঠাৎ ঠান্ডাজনিত রোগে একদিনে ৭৫ শিশু সদর হাসপাতালে!

0
375

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ: ঝিনাইদহে নিউমোনিয়াসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৭৫ জন শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়া গত তিন দিনে হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিয়েছে ছয় শতাধিক শিশু। সরেজমিনে দেখা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে আটটি বেড থাকলেও রোগী ভর্তি রয়েছে ৭৫ জন। জায়গা না থাকায় একটি বেডে দুই শিশু বা বারান্দায় অনেক শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. আইয়ুব আলী সাংবাদিকদের জানান, প্রতিদিন গড়ে ২০০ শিশু হাসপাতালের বর্হিবিভাগে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা গুরুতর তাদের ভর্তি করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here