ঝিনাইদহে ৩ টি মিষ্টির দোকানে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

0
306

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ : নোংরা পরিবেশে মিষ্টির তৈরী, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ মিষ্টি রাখার অপরাধে ঝিনাইদহে ৩টি মিষ্টির দোকানে এক লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। রোববার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকা, থানার সামনে ও পোষ্ট অফিস মোড়ের এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, জেলা ব্যাপী ভেজাল বিরোধী অভিযান চলছে। এরই অংশ হিসেবে আজ শহরে অভিযান চালানো হয়। এসময়নোংরা পরিবেশে মিষ্টির তৈরী, সংরক্ষণ ও মেয়াদ উত্তীর্ণ মিষ্টি রাখার অপরাধে বাঘাট মিষ্টান্ন ভান্ডারে ১ লাখ, ঘোষ মিষ্টান্ন ভান্ডারে ৫০ হাজার ও কুষ্টিয়া দধি ভান্ডারে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ মিষ্টি নষ্ট করা হয়। অভিযানে ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি নাসিম উদ্দিন ও সদর উপজেরা সেনেটারি ইন্সপেক্টর নারায়ন চন্দ্র বিশ্বাসসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here