ঝিনাইদহে ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালার সমাপনী

0
401

মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ : ঝিনাইদহে শেষ হয়েছে ৩ দিন ব্যাপী অভিনয় কর্মশালা। বৃহস্পতিবার রাতে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ প্রাপ্ত নাট্যকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। জেলা নাট্য সমন্বয় পরিষদের সভাপতি নাজিম উদ্দিন জুলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণশিল্পী সংস্থার সভাপতি আব্দুস সালাম, ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ মিজান, জেলা নাট্য সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক শাহিনুর আলম লিটন, জাগরণ সাংস্কৃতিক গোষ্টির সাধারণ সম্পাদক বাবুল আক্তার লাল্টু, কসাসের সভাপতি উম্মে সায়মা জয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মখলেছুর রহমান, পবিত্র কুমার। জেলা নাট্য সমন্বয় পরিষদের উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হওয়া এ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ১৫ টি সংগঠনের মোট ৪০ জন নাট্যকর্মী অংশ নেয়। তাদের প্রশিক্ষন প্রদাণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগের মুখ্য প্রশিক্ষক আফরিন হুদা তোড়া। আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত নাট্যকর্মীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here