ঝিনাইদহে ৩ সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ

0
375

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : ঝিনাইদহে ৩ সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে পুর্বাঞ্চল সুইমিং ক্লাব ও সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার ৩৫ জন শিক্ষার্থী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। সোমবার দুপুরে ভুটিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা ক্রীড়া অফিসার সুমন কুমার মিত্র, পুর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রধান উপদেষ্টা কাজী গোলাম হায়দার, সাধারণ সম্পাদক তরিকুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে ৩৫ জন শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। ৩ সপ্তাহব্যাপী সাঁতার প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন তরিকুল ইসলাম। তিনি বলেন, জেলা ক্রীড়া অফিসের অয়োজনে অন্যান্য বছরের এ বছরও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়া পূর্বাঞ্চল সুইমিং ক্লাব, ঝিনাইদহ বছরব্যাপী প্রশিক্ষণ অব্যহত রাখে। এখানকার প্রশিক্ষণার্থীরা জাতীয় পর্যায়ে অনেক পদক লাভ করেছে। তাছাড়া তারা বিভিন্ন সার্ভিসেস দলে চাকুরীর সুযোগ পেয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here