ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ ২ জন গ্রেফতার

0
346

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ : নাশকতা পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে একটি রিভলবার ও ২০ রাউন্ড গুলি। সোমবার বিকেলে শহরের আদর্শপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সে শহরের শের-এ বাংলা সড়কের বাসিন্দা। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের আদর্শপাড়া এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও আলী আহম্মেদ ফকর নামের এক বিএনপি কর্মীকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় রিভলবার ও ২০ রাউন্ড গুলি। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here