ঝিনাইদহ পিটিআই অডিটরিয়ামে ২য় ব্যাচে ২০০ জন সরকারী ও বেসরকারী হজ্জ্ব যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা সুসম্পন্ন

0
575

জাহিদুর রহমান তারেক, ঝিনাইদহ : ঝিনাইদহ পিটিআই অডিটরিয়ামে ২য় ব্যাচের প্রায় ২০০ জন সরকারী ও বেসরকারী সম্মানীত হজ্জ্ব গমনেচ্ছদের যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান। প্রধান অতিথি হিসাবে ঝিনাইদহ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ ও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ আছাদুজ্জামান বক্তব্য রাখেন। এ ছাড়া ইবির অধ্যাপক ড.মাওলানা আমিনুল ইসলাম ও জেলা স্কাউট কমিশনার আবু বকর সিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের দায়িত্বশীল সুপারভাইজার ওয়ালিউর রহমান রনি সাক্ষরিত এক প্রেস বিজ্ঞিপ্তিতে জানান, প্রধান অতিথি তার বক্তব্যে হজ্জ গমনেচ্ছুদেরকে হজ্জে গিয়ে প্রশাসনিক ও স্বাস্খ্যগত কোন সমস্য হলে বাংলাদেশ মিশন ও মেডিকেল ক্যাম্পে যোগাযোগের পরামর্শ দেন। তিনি তাদের দেশ ও জাতীর কল্যান কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষভাবে দোয়া করতে বলেন। এর পর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here