টাঙ্গাইলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি

0
392

নিজস্ব প্রতিবেদক: যমুনা নদীর পানি কমতে থাকায় টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নদী ভাঙন ও বাড়িঘর এখনো পানি থাকায় বানভাসী মানুষের দুর্ভোগ কমেনি।

জেলার সদর, ভূঞাপুর, গোপালপুর, কালিহাতী, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার নিম্নাঞ্চলের মানুষ এখনও পানিবন্দী হয়ে আছে।
জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ-বিএনপিনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। ত্রাণের নৌকা দেখলেই শত শত বানভাসী মানুষ এগিয়ে আসছে ত্রাণের জন্য। এছাড়াও অনেক বানভাসী মানুষ সারাদিন অপেক্ষা করছে নদীর ধারে একটু ত্রাণ পাওয়ার আশায়।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, যমুনা নদীর পানি কমতে থাকায় টাঙ্গাইলের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here