টেলিটকের বুথ বসানো হবে রোহিঙ্গা ক্যাম্পে: তারানা হালিম

0
414

প্রযুক্তি ডেস্ক: তারানা হালিম, ফাইল হালিমকক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোয় টেলিটকের বুথ বসানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম।

শনিবার রাজধানীর বিটিআরসি’র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে ক্যাম্পে বুথ বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। এসব বুথ থেকে রোহিঙ্গারা মোবাইল ফোনে কথা বলার সুযোগ পাবেন। খুব কম মূল্যে তাদের এই সেবা দেওয়া হবে।’

রোহিঙ্গাদের কাছে সিম বিক্রি প্রসঙ্গে তারানা হালিম বলেন,‘যেসব রোহিঙ্গা নিবন্ধনের আওতায় আসছেন তাদের কাছে সিম বিক্রি করা যাবে কিনা সেটি পরবর্তীতে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর নির্ধারণ করা হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা শরণার্থীদের জন্য মানবিক। তাদের খাদ্য, স্বাস্থ্য নিয়ে আন্তরিক। তাদের যোগাযোগের বিষয় নিয়ে আমরাও আন্তরিক। রোহিঙ্গারা বাংলাদেশি সিম ব্যবহার করছে-সম্প্রতি এমন খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে। মূলত কিছু অসাধু ব্যবসায়ী, সিম বিক্রেতা নিজের নামে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কিনে রোহিঙ্গাদের কাছে বিক্রি করেছেন। কিন্তু নিজের নামে কেনা সিম রোহিঙ্গাদের কাছে বিক্রি করা অপরাধ। মোবাইল অপারেটরদের টাওয়ারভিত্তিক ১ জুলাইয়ের পর সেই এলাকায় কোনও কোনও সিম সচল হয়েছে তা শনাক্ত করা হচ্ছে। বিক্রেতাদের তালিকাও আমাদের কাছে আছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

তারানা হালিম বলেন, যারা নিজের নামের সিম অন্যকে দেবেন তাদের বিরুদ্ধে আইনগতভাবে শাস্তির ব্যবস্থা করা হবে। প্রয়োজনের এজন্য আমরা কঠোর হবো।

তিনি বলেন, ‘ক্যাম্পে ক্যাম্পে বুথ স্থাপন হলে সেখান থেকে রোহিঙ্গারা কথা বলার সুযোগ পাবেন। সেখানে টেলিটক দ্রুত সময়ের মধ্যে বুথ স্থাপনের কাজ শুরু করবে।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহিরুল হকসহ পুলিশ, গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here