ঠাকুরগাঁও হাসপাতাল পরিদর্শনে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত

0
570

ম্যাগপাই নিউজ ডেক্স : ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত মি. ক্রিসচিয়ান মার্টিন ফচ্। বুধবার সকাল ৮টায় তিনি পরিদর্শনে আসেন।

এ সময় সিভিল সার্জন ডা. আবু মো. খয়রুল কবির সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতকে সাথে নিয়ে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখান। পরিদর্শনের সময় রাষ্ট্রদূত রোগীদের সেবা প্রদানসহ নৃ-গোষ্ঠীর জন্য আলাদা সেবার ব্যবস্থা থাকায় হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। রাষ্ট্রদূত বলেন, সুইজারল্যান্ডের দেশের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে এগিয়ে নিতে সহায়তা করা হবে।

এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোসনেত আরা বেগম, ডা. তোজাম্মেল হক, ডা. সুভেন্দু দেবনাথ, ডা. নাদিরুল আজিজ, ডা. সুব্রত কুমার সেন, ডা. শিহাব মো. শাহারিয়ার, ডা. শেখ মাসুদ, ডা. এমআর রেজা, সেনেটারি ইন্সপেক্টর আখতার ফারুকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here