ডাক্তার, বাহিনী, সাংবাদিকসহ সেবাদানকারীদের সম্মান জানাতে সন্ধ্যা ৭টায় “ক্ল্যাপ ফর দ্য হিরো”

0
317

নিজস্ব প্রতিবেদক ; পৃথিবীজুড়ে চলছে জরুরি অবস্থা। করোনাভাইরাস থেকে জীবন বাঁচাতে স্বেচ্ছা বন্দি মানুষ। কিন্তু কিছু মানুষ মৃত্যু ভয়কে জয় করে তাদের পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। তারা এই দুর্যোগকালে জাতীয় বীর।

আজ ১০ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা ৭টায় বাংলাদেশের এই বীরদের সম্মান জানাতে আয়োজন করা হয়েছে “ক্ল্যাপ ফর দ্য হিরো” উদ্যোগটি।

সামাজিক সংগঠন সোশ্যাল ল্যাব এই উদ্যোগটি গ্রহণ করে।
সংস্থাটির কর্তৃপক্ষ জানায়, বাসার নিজ নিজ অবস্থান যেমন জানালার পাশে অথবা বারান্দায় নিরাপদ অবস্থানে থেকে দেশের সকল ডাক্তার, নার্স, গবেষকবৃন্দ, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, ব্যাংকার, সেবাদানকারী কর্মী, পরিচ্ছনতা কর্মী এবং স্বেচ্ছাসেবীদের সম্মানে আমরা করতালি দিয়ে তাদের সম্মান জানিয়ে তাদেরকে বলতে চাই- আমরাও আছি আপনাদের পাশে। আশা করি দেশে-বিদেশে বাঙালি যারা আছেন তারা একযোগে এই বীরদের সম্মান জানাবেন।