ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ সকল কালাকানুন রত্যাহারের দাবিতে যশোরে মানববন্ধন

0
327

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকতার প্রতিবন্ধকতা ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারাসহ সকল কালাকানুন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে শনিবার বেলা ১২টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের গৃহিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম সজল, সিনিয়র সদস্য শেখ আব্দুল্লাহ হুসাইন, সহ-সভাপতি মুর্শিদুল আজিম হিরু, যুগ্ম সম্পাদক এস. এস ফরহাদ, দপ্তর সম্পাদক ই,আর ইমন, কোষাধ্যক্ষ গালিব হাসান পিল্টু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মীর কামরুজ্জামান মনি প্রমূখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি শহিদ জয়।
এসময় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন স্বাধীন সাংবাদিকতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। দুর্নীতি বাড়বে যে কারণে মানুষ তাদের অধিকার থেকেও বঞ্চিত হবে। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমন আইন কাম্য নয়। একটি কল্যাণকর রাষ্ট্রের জন্য সাংবাদিকদের বাকস্বাধীনতা থাকতে হবে। তাই অবিলম্বে এ কালো আইন বাতিলের দাবি জানান নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here