ডিজিটাল বাংলাদেশ তথা উন্নয়নের ধারা অব্যহত রাখতে ১৪দলের কোন বিকল্প নেই ওয়ার্কার্স পাটির সম্মেলনে- এমপি লুৎফুল্লাহ

0
391

মো. রিপন হোসাইন : সামাজিক ন্যায্যতা -সমতা প্রতিষ্টাসহ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আধুনিক বাংলাদেশ গড়ার দাবিতে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি,সরুলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে এক সম্মেলন অনুষ্টিত হয়েছে। গতকাল বিকাল ৪ টায় পাটকেলঘাটার নিলিমা ইকো পার্কে।
কমরেড আদিত্য মল্লিক এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থকে তালা কলারোয়া-১ আসনের সংসদ সদস্য এ্যাড: মুস্তাফা লুৎফুল্লাহ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার মাটি থেকে স্বাধীনতা বিরোধীদের উৎখাত পূর্বক তাদের নীল নশকা যেন কোন ভাবেই বাস্তবায়ন না পাই সেজন্য অতন্ত্র প্রহীর ন্যায় সকলকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা আগামী নির্বাচনে তালা-কলারোয়া আসনে যাকেই মনোনীত করুন না কেন আমরা সবাই কাধে কাধ মিলিয়ে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞা বদ্ধ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টি নেতা উপাধ্যক্ষ কমরেড মহিবুল্লাহ মোড়ল, কমরেড এ্যাড. ফাহিমউল হক কিসলু, কমরেড অধ্যাপক সাবীর হোসেন, এছাড়াও অন্যান্য নেতৃত্ববৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্যে জামায়াত বিএনপির কট্রর সমালোচনা করে বলেন, কোন ভাবেই ২০১৪ সালের মত হায়নাদের থাবায় সাধারণ মানুষ যেন ক্ষত বিক্ষত না হয় সেজন্য সবাইকে একত্রে কাজ করতে হবে। ডিজিটাল বাংলাদেশ তথা উন্নয়নের ধারা অব্যহত রাখতে মহাজোটের কোন বিকল্প নেই। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ওয়ার্কাস পার্টির তরুন নেতা সেলিম হোসেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here