ডেঙ্গু জ্বরে বেনাপোলের রোমানার মৃত্যু

0
320

রাশেদুজামান (রাসেল) বেনাপোল থেকেঃ যশোরের বেনাপোল পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর মেহের উল্লাহ’র বড় মেয়ে রোমানা আক্তার(২২) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (২৭ জুলাই) বর্তমান দেশের আতঙ্কের আরেক নাম ডেঙ্গু। প্রতিনিয়ত দেশের হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে । ইতি মধ্যে ডাক্তার সহ বেশ কয়েকজনের মৃত্যু ঘটেছে বলে জানা গেছে। জানা যায় গত ১০ জুলাই ঢাকায় অবস্থান কালে বেনাপোলের সাদীপুর গ্রামস্থ প্রাক্তন ওয়ার্ড কাউন্সিলর মেহের উল্লাহর বড় মেয়ে ও বেনাপোল পোর্ট থানাধীন বাহাদুরপুর গ্রামের জমশের আলী খানের স্ত্রী রোমানা আক্তারের জ্বর এলে ডাক্তার দেখানো হলে চিকিৎসারত ডাক্তাররা বলেন তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তখন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলে সেখানের চিকিৎসায় কিছুটা ভাল হলেও পরবর্তীতে ডেঙ্গু আক্রান্ত রোমানার আরো বেশী অবনতি হয়। অবশেষে রাত ১২ টা ৪৫ মিনিটে রোমানা মৃত্যুর কাছে হার মেনে সকলের কাছ থেকে চিরকালের জন্য চলে গেছে আধারে ঢাকা গহীন কবর নামের না ফেরার দেশে। রোমানার এভাবে চলে যাওয়ায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here