ডেঙ্গু প্রতিরোধে যশোরে মশক নিধন অভিযান শুরু

0
266

বিশেষ প্রতিনিধি : ডেঙ্গু প্রতিরোধে যশোর শহরে মশক নিধন অভিযান শুরু করা হয়েছে। যশোর পৌরসভার উদ্যোগে মঙ্গলবার বিকেলে যশোর পৌর উদ্যানে এ অভিযানের উদ্বোধন করা হয়। মশক নিধন যন্ত্রের মাধ্যমে ওষুধ ছিটিয়ে অভিযানের উদ্বোধন করেন পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।
এসময় তিনি বলেন, ‘ঢাকায় এডিস মশার মাধ্যমে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ব্যাপক আকারে এ রোগ ছড়িয়ে পড়ছে। প্রাথমিক প্রতিরোধ হিসাবে যশোর শহরে মশক নিধনের বিশেষ অভিযান শুরু করা হলো। পৌরসভার প্রতিটি ওয়ার্ডের পয়ঃনিষ্কাশন নালা, ডোবা ও খালে ওষুধ ছিটিয়ে মশার প্রজনন ক্ষেত্র ধংস করা হবে। ঈদের আগ পর্যন্ত টানা এ কার্যক্রম চালানো হবে। এরপরও যতদিন মশার উপদ্রব থাকবে ততদিন এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।’
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর হাবিবুর রহমান চাকলাদার, সন্তোষ দত্ত ও নাসিমা আকতার, পৌরসভার সচিব মো. আজমল হোসেন প্রমুখ।
উল্লেখ্য যশোরে এবছর এ পর্যন্ত ১২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে এক জন মৃত্যুবরণ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here