ঢাকার আকাশে মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেল ২ বিমান!

0
677

নিজস্ব প্রতিবেদক : ঢাকার আকাশে ভারতীয় দুই বিমান মুখোমুখি সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পেল। ভারতীয় বিমান সংস্থা ইন্ডিগো ও এয়ার ডেকানের দুটি বিমান মাঝ আকাশে বিপজ্জনকভাবে কাছাকাছি অবস্থানে চলে এসেছিল বলে অভিযোগ উঠেছে। তবে স্বয়ংক্রিয় সতর্কবার্তা পাওয়ার পর কৌশলে দুই বিমানের পাইলট তা এড়িয়ে নিরাপদ অবস্থানে যান।

ভারতীয় সরকারি সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, গত ২ মে বাংলাদেশের আকাশসীমায় এ ঘটনা ঘটেছে। সেদিন কলকাতা থেকে আগরতলাগামী ইন্ডিগোর ফ্লাইট ৬ই৮৯২ ও এয়ার ডেকানের ফ্লাইট ডিএন ৬০২ নামক দুটি ফ্লাইটের মুখোমুখি দূরত্ব মাত্র ৭০০ মিটারে চলে আসে। দুটি বিমানের বাধ্যতামূলক যে দূরত্ব রাখার যে বিধান রয়েছে সেটিও লঙ্ঘনের গুরুতর অভিযোগ পাওয়া গেছে সেই দুই বিমান সংস্থার বিরুদ্ধে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here