‘ঢাকা অ্যাটাকের দ্বিতীয় সিকুয়েল নির্মাণের ইচ্ছে আছে’

0
392

জলসা ডেক্স : দর্শকদের প্রশংসায় ‘ঢাকা অ্যাটাক’। সম্ভাবনা তৈরি হয়েছে ব্যবসায়িক সাফল্যের। এ প্রসঙ্গে চলচ্চিত্রটির পরিচালক দীপঙ্কর দীপন বলেন, ‘সব হল থেকে ইতিবাচক খবর পাচ্ছি। ভালো ছবি দর্শক দেখে এর প্রমাণ ঢাকা অ্যাটাক। শুনেছি শ্যামলী সিনেমা হলে বেশিরভাগ শো’ই হাউজফুল যাচ্ছে। অন্যদিকে, স্টার সিনেপ্লেক্সে দুটি শো বাড়িয়ে এখন চারটি শো চলছে। চলচ্চিত্রটির মুক্তির দু-দিনেই প্রায় ৭ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে।’
মুক্তির দু-দিনেই প্রায় ৭ কোটি টাকার টিকেট বিক্রি হয়েছে, তথ্যটির ভিত্তি কী? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের দেশের বক্স অফিস হিসেব না থাকায় আমরা পুরোপুরি নিশ্চিত তথ্য দিতে পারি না। তবে এই তথ্যটি বেশ কাছাকাছি। সিনেমার প্রতি মানুষের আকর্ষণ বাড়াতে নয়। অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভিকে জিজ্ঞেস করলেই সে আপনাকে প্রমাণ দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘যেমন একটা টিকেট সেল হলো ২০০ টাকায়, সেখান থেকে আমরা অর্থাৎ প্রযোজক পাবেন ৫০ টাকা। সে অনুযায়ী আমরা গ্রস সেলটা ধরতে পারি। এই ছবিটি নিয়ে আমাদের ৩ মাসের পরিকল্পনা রয়েছে। বিশ্বব্যাপী চলচ্চিত্রটি মুক্তি দেবো। চলচ্চিত্রটির মাধ্যমে বিশ্বকে জানিয়ে দেবো আমাদের পুলিশরা বেশ শক্তিশালী। এছাড়া ঢাকা অ্যাটাকের দ্বিতীয় সিকুয়েল নির্মাণ করার ইচ্ছে আছে।’

ছবিটি মুক্তির পরপরই পাইরেসির চেষ্টা হয়েছে। এ বিষয়ে পরিচালক বলেন, ‘আমাদের দেশে প্রায়ই ছবি পাইরেসি হয়ে যায়। এই ছবির জন্য সাইবার ক্রাইম ইউনিটে ১৬ জন সদস্য কাজ করছেন। এরইমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি মোবাইল ফোন দিয়ে ছবিটি ভিডিও করছিলেন। পুলিশের কাছে সে ক্ষমা চেয়েছে এবং তাকে ছেড়েও দেওয়া হয়েছে। তার ফোনে ধারণকৃত ভিডিওটি ডিলিট করা হয়েছে। যারাই পাইরেসি করার চেষ্টা করবে তারা কেউই ক্ষমা পাবে না।’

শুক্রবার রাজধানী ঢাকাসহ সারাদেশের ১২৫টি হলে মুক্তি পেয়েছে আরেফিন শুভ, মাহিয়া মাহী, এবিএম সুমন, নওশাবা, তাসকিন, আলমগীর, হাসান ইমাম, শতাব্দী ওয়াদুদ ও আফজাল অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি। ঢাকা অ্যাটাক-এর মূল ভাবনা ও কাহিনি রচনা করেছেন এডিসি সানী সানোয়ার। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে সপ্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লি. ও থ্রি-হুইলারস লি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here