তামিম ১১ সাকিব ১০ হাজারি ক্লাবে

0
368

ক্রীড়া ডেস্ক : তামিমের ৮৪, সাকিবের ৬৭। রেকর্ড গড়া জয়ে দিল শক্ত ভিত রান করেই চলেছেন তামিম ইকবাল। পিছিয়ে নেই বন্ধু সাকিব আল হাসানও। দুজনে আবার বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা ক্রিকেটার। দুজনে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপনও। দুজনের মধ্যে বন্ধুত্ব যেমন রয়েছে, তেমনই রয়েছে অলিখিত প্রতিযোগিতাও। প্রতিযোগিতা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। দুই দেশসেরা ক্রিকেটারের অসামান্য পারফরম্যান্সে গতকাল তিন জাতির টুর্নামেন্টে চন্ডিকা হাতুরাসিংহের জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৩ রানের ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। রেকর্ড গড়া ম্যাচে আবার মাইলফলকও গড়েছেন দুই ক্রিকেটার। ৮৪ রানের নান্দনিক ইনিংস খেলা তামিম টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের ক্লাবে নাম লিখেছেন। ৬৭ রানের প্রত্যয়ী ইনিংস খেলা সাকিবও তিন ফরম্যাটের ক্রিকেটের ১০ হাজারি ক্লাবে নাম লিখেছেন। তিন ফরম্যাটের ক্রিকেটে ১১ হাজারি ক্লাবে নাম লেখাতে মাত্র ৭ রানের দরকার ছিল বাঁ হাতি ওপেনার তামিমের। সাকিবের দরকার ছিল ৬৬ রান। দুজনেই সেটা পূরণ করেন গতকাল। তামিম খেলেছেন ৮৪ রানের ইনিংস এবং সাকিবের ব্যাট থেকে বেরিয়েছে ৬৭ রান। ৫২ টেস্টে তামিমের রান ৩৮৮৬, ১৭৬ ওয়ানডেতে রান ৫৯৩৪ এবং ৫৯ টি-২০তে রান ১২৫৭। সব মিলিয়ে রান ১১০৭৭ এবং সেঞ্চুরি ১৮টি, হাফসেঞ্চুরি ৬৮। সাকিবের রান ৫১ টেস্টে ৩৫৯৪, ১৮২ ওয়ানডেতে ৫১৮৪ এবং ৬১ টি-২০ ম্যাচে ১২২৩ রান। সব মিলিয়ে তিন ফরম্যাটে তার রান ১০০০১। সেঞ্চুরি ১২টি এবং হাফ সেঞ্চুরি ৬৪টি। তিন ফরম্যাটে সবচেয়ে বেশি ভারতীয় জীবন্ত কিংবদন্তি শচীন টেন্ডুলকারের, ৩৪ হাজার ৩৫৭ রানের বিশ্বরেকর্ড শচীন টেন্ডুলকারের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here