তালায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক কাওছার আটক

0
384

তালা প্রতিনিধি : এনজিও’র নামে তালা উপজেলার বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কৌশলে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রায় ৪ বছর পলাতক থাকার পর অবশেষে আটক হলো প্রতারক কাওছার আলী শেখ। সে তালা উপজেলার জেয়ালা নলতা গ্রামের মো. বাছের আলী শেখ’র ছেলে। তার নামে প্রায় ১ ডজন মামলা রয়েছে। এরমধ্যে বিজ্ঞ আদালত কর্তৃত ৬টি গ্রেফতারী পরোয়ানা রয়েছে তার নামে। দীর্ঘ চেষ্টার পর রোববার দুপুরে তালা থানার চৌকোস পুলিশ অফিসার এস. আই মো. মিজানুর রহমান’র নেতৃত্বে পুরিশ তাকে আটক করেন।
এস. আই. মো. মিজানুর রহমান জানান, ৬টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী প্রতারক কাওছার আলী দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কনস্টেবল মাসুমকে সাথে নিয়ে কেশবপুর থানা পুলিশের সহযোগীতায় তাকে কেশবপুর এলাকা থেকে আটক করা হয়। কাওছার এনজিও ছিন্ন মুকুল এর পরিচালক সেজে বিভিন্ন সময় তালা অঞ্চলের শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়ে আত্মগোপনে যায়। এঘটনায় এশাধিক ব্যক্তি তার নামে মামলা দায়ের করে। এরমধ্যে সি.আর ১২০/১৭, ৫৫/১৭, ৭২/১৭, ১৫/১৭, ২১৫/১৮ ও ১৩০/১৮ নং মামলায় তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করেন। প্রতারক কাওছার আটক হওয়ায় ভুক্তভোগীদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here