তালায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

0
254

তালা প্রতিনিধি : অভিগম্য আগামীর পথে- প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে তালায় ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তালা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যলয়ের আয়োজনে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপশহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাাহ। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ আব্দুল আওয়াল।
সমাজ অফিসের ইউনিয়ন কর্মকর্তা তৌফিক ইমরান’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপাধ্যক্ষ মহিবুল্লাাহ মোড়ল, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
এসময় অন্যান্যের মধ্যে সমাজ সেবা অফিসের কর্মকর্তা গাজী সুলতান আহম্মেদ, গাজী মঞ্জুরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, মুক্তি ফাউন্ডেশন’র কর্মকর্তা যোশেফ মন্ডল ও তালা উপজেলা প্রতিবন্ধী স্কুলের সভাপতি আশিষ দাশ প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।