তালায় কন্যা শিশু নির্যাতন ও বর্তমান পেক্ষাপট শীর্ষক সভা অনুষ্ঠিত

0
366

বি. এম. জুলফিকার রায়হান, তালা: “কন্যা শিশু নির্যাতন বর্তমান প্রেক্ষাপট ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভা মঙ্গলবার সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বে-সরকারী সংস্থা উত্তরণ, তালা থানা ও তালা প্রেসক্লাবের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, খুলনা- সুভাষ চন্দ্র সাহা।

তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আতিকুল হক, সহকারী পুলিশ সুপার মো. হুমায়ুন কবীর, তালা থানার ওসি মো. হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম এবং তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু।

এ সময় কন্যা শিশু নির্যাতন বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, খুলনার বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ নন্দী।

সভা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ উপস্থিত কর্মকর্তা ও নেতৃবৃন্দ উপজেলা মৎস্য অফিসের বাস্তবায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরন উদ্বোধন, তালা উপজেলার গোপালপুর আম বাগানে ইকো পার্কের উদ্বোধন, তালা উপজেলা পরিষদে স্থাপিত ডে কেয়ার সেন্টার উদ্বোধন, স্বাস্থ্য সেবা কার্ড বিতরণসহ একাধিক উপজেলার গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শন ও উদ্বোধন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here