তালায় জাগিয়া উঠিল প্রাণ- প্রকল্পের উদ্যোগে স্কুল বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

0
358

নিজস্ব প্রতিবেদক, তালা: তালার বেসরকারি উন্নয়ন সংস্থা সাস এবং পিকেএসএফ এর উদ্যোগে বাস্তবায়িত “জাগিয়া উঠিল প্রাণ” প্রকল্পের আওতায় তালা উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে কবিতা আবৃতি ও স্কুল বিতর্ক প্রতিযোগীতার আয়োজন করা হয়। “মাধ্যমিক স্তরে মোবাইল ফোন ব্যবহার মান সম্মত শিক্ষার অন্তরায়” শীর্ষক বিতর্কে উপজেলার শহীদ কামেল মডেল হাই স্কুল, জে.এন.এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, কপোতাক্ষ মাধ্যমিক বিদ্যালয়, জাগরনী মাধ্যমিক বিদ্যালয়, দলুয়া মাধ্যমিক বিদ্যালয়, ফলেয়া চাঁদকাটি মাধমিক বিদ্যালয় ও এম.কে ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা পক্ষে ও বিপক্ষে অংশগ্রহন করে। প্রতিযোগীতায় ফলেয়া চাঁদকাটি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং জে.এন.এ পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়। উক্ত প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান উপলক্ষ্যে সোমবার সাস কার্যলয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার প্রদান করেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, সাস’র সহকারী পরিচালক এ.কে.এম. গোলাম ফারুক, সহকারী অধ্যাপক মো. সাইফুল্লাহ, মো. আবু হাসান, অনিল কুমার পাল, প্রধান শিক্ষক রেজোয়ান উল্লাহ, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মুকুন্দ কুমার রায়, পি.কে.এস.এফ এর অডিটর হাবিবুর রহমান, সাস কর্মকর্তা মো. রুহুল আমীন, ফোকাল পার্সন আব্দুস সালাম। সভাটি পরিচালনা করেন, সাস’র প্রোগ্রাম অর্গানাইজার গাজী শামীম হোসেন মিঠু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here