তালায় জেলা তথ্য অফিসের আয়োজনে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

0
357

তালা প্রতিনিধি : “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্ষক্রম (৫ম পর্যায়)” শীর্ষক প্রকল্পের অধীনে জিওবি খাতের আওতায় তালা উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টশন কর্মশালা বৃহস্পতিবার সকাল ১১টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা তথ্য অফিস’র আয়োজনে ও তালা উপজেলা পরিষদের সহযোগীতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) অনিমেষ বিশ্বাস। প্রধান অতিথির বক্তৃতা করেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক। তথ্য অফিসের কর্মকর্তা মো. মনিরুল ইসলাম এর সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখন, তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, জেবুন্নেছা, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা. শাহারুল ইসলাম বাদশা, তালা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেস ক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, রিপোর্টার্স ক্লাব সভাপতি মীর জাকির হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, রিপোর্টার্স ক্লাবের সাধারন সম্পাদক বি. এম. জুলফিকার রায়হান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা তাওহিদুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। এসময় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ নেতৃবৃন্দ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
উক্ত কর্মশালায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানষিক স্বাস্থ্য, স্যানিটেশন, জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রম সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ন বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here