তালায় দূর্বৃত্তদের হামলায় নারী সহ আহত- ১০ : ২ জনের অবস্থা আশংকাজনক

0
357

তালা প্রতিনিধি : জমি দখলকে কেন্দ্র করে তালায় প্রভাবশালী দূর্বৃত্ত প্রতিপক্ষদের হামলায় নারী ও পুরুষ সহ একই পরিবারভুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের কমপক্ষে ১০ ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আশংকাজনক অবস্থায় ২জনকে তালা হাসপাতাল থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তালার আটারই গ্রামে হামলার এই ঘটনা ঘটে।
সূত্রে জানাগেছে, পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে আটারই বিলে চাষাবাদের ১ একর ৭ শতক জমি আটারই গ্রামের মৃত. রাজেন্দ্র দাশ এর পুত্র অমূল্য দাশ গং দীর্ঘদিন ধরে ভোগ দখল করে আসছে। এরইমধ্যে একই গ্রামের আকবর আলী শেখ এর প্রভাবশালী পুত্র আজিজুর রহমান গং উক্ত জমি তাদের দাবী করে। এনিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় স্থানীয় এবং তালা থানা পুলিশের মাধ্যমে তা’ মিমাংশা চেষ্টা প্রক্রিয়াধিন রয়েছে। এমতাবস্থায় শনিবার সকালে বিরোধপূর্ন জমিতে আজিজুর গং ধান রোপনের চেষ্টা করলে প্রতিপক্ষ অমূল্য দাশ গং বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে আজিজুর রহমান ও তার ভাই সিরাজুল ইসলাম এর নেতৃত্বে ভাড়াটিয়া দূর্বৃত্ত আটারই গ্রামের আইনুদ্দীন শেখ এর পুত্র কোহিনুর শেখ, খোকন দাশ এর পুত্র দিবাস দাশ, চন্ডিপুর গ্রামের দবির উদ্দীন এর পুত্র আব্দুল বারিক সহ ২৫/৩০জন দূর্বৃত্ত ধারালো অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে পরিকল্পিত ভাবে অমূল্য দাশ (৬৫) এর উপর হামলা চালায়। এসময় অমূল্য দাশকে উদ্ধার করতে গেলে দূর্বৃত্তদের হামলায় অমূল্য দাশের পুত্র সুদেব দাশ (৩৫) সহ পাচি দাশ, ঝর্না দাশ, আলোমতি দাশ, কুঞ্জ দাশ, বৃষ্ণ দাশ, শম্ভু দাশ ও ফকির দাশ সহ কমপক্ষে ১০ জন নারী ও পুরুষ আহত হয়। আহতদের মধ্যে অমূল্য দাশ ও তার পুত্র সুদেব দাশকে চিকিৎসার জন্য তালা হাসপাতালে আনা হয়। কিন্তু তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তৎক্ষনাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনায় তালা থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here