তালায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

0
474

নিজস্ব প্রতিবেদক : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা’র উদ্বোধন হয়েছে। এউপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় টায় বর্ণাঢ্য র‌্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সেমিনার উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সেমিনারে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা থানার ওসি মো. মেহেদী রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম। স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. আব্দুল্লাহ আল মামুন। উপসহকারী কৃষি অফিসার পিযুষ কান্তি পাল’র পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, যুবলীগ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাব সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাতক্ষীরা জেলা পরিষদ’র সদস্য, সাংবাদিক মীর জাকির হোসেন ও তালা উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক রফিকুল ইসলাম সরদার প্রমুখ বক্তব্য রাখেন। মেলা উপলক্ষ্যে উপজেলা কৃষি অফিসের ১২টি সহ বিভিন্ন নার্সারি মালিক ও এনজিওদের সমন্বয়ে ২৪টি স্টল স্থাপিত হয়েছে। যেখানে বিভিন্ন ফলদ গাছ ও ফলের প্রদর্শন করা হচ্ছে। এছাড়া মেলার উদ্বোধন উপলক্ষ্যে এদিন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে প্রায় ২শ ফলদ চারা বিতরন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here